Dr. Neem on Daraz
Victory Day

রফতানি কার্যাদেশ না থাকলে ফ্যাক্টরি বন্ধ করুন : বিকেএমই


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৫, ২০২০, ০৮:১৬ পিএম রফতানি কার্যাদেশ না থাকলে ফ্যাক্টরি বন্ধ করুন : বিকেএমই

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে রফতানি কার্যাদেশ না থাকলে ফ্যাক্টরি বন্ধের পরামর্শ দিয়েছে প্রধানতম রপ্তানিখাত নিট শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বিকেএমইএ। একই সঙ্গে শ্রমিকদের বকেয়া বেতনাদি পরিশোধের আহবান জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২৫ মার্চ) সংগঠনটির সভাপতি এ. কে. এম. সেলিম ওসমান এমপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রপ্তানি কার্যাদেশ বা এ সংশ্লিষ্ট কার্যক্রম না থাকলে ফ্যাক্টরি চালানোর কোনো প্রয়োজন নেই। কারণ জনসমাগম যত কম হবে, ততই করোনাভাইরাসের সংক্রমণ কমবে।

এছাড়া শ্রমিকদের  সুবিধার্থে আগামীকাল ২৬শে মার্চ স্বাধীনতা দিবস সরকারি ছুটি এবং ২৭ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি দেয়ার আহবান জানানো হয়।

এতে আরো বলা হয়, যেহেতু সরকারের চূড়ান্ত নির্দেশনা এখনো আসেনি, সেক্ষেত্রে আপনারা প্রয়োজনে সম্পূর্ণ নিজস্ব রিক্স এন্ড রেসপলিবিলিটিতে ব্যক্তিগত কারখানা খোলা রেখে পরিচালনা করতে পারেন।

আগামীনিউজ/মিঠু/নুসরাত