Dr. Neem on Daraz
Victory Day

ঢাকায় প্রতিদিন দু’বার জীবাণুনাশক ছিটাবে ডিএমপি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ২৫, ২০২০, ০১:১৫ পিএম ঢাকায় প্রতিদিন দু’বার জীবাণুনাশক ছিটাবে ডিএমপি

ঢাকা : প্রতিদিন দুই বার করে রাজধানী ঢাকার নগরবাসীর সুরক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৮ টি ক্রাইম বিভাগে জীবাণুনাশক (সানিটাইজার) ছিটানোর উদ্যোগ নিয়েছে। 

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশনায় বুধবার (২৫ মার্চ) থেকে প্রতিদিন দুইবার করে ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জীবানুনাশক ওষুধ ছিটানো হবে।

ডিএমপির ৮টি ওয়াটার ক্যানন ৮ ক্রাইম বিভাগে ১ম বার সকাল ১০ টা থেকে ১২ টা এবং ২য় বার বিকাল ৪ টা থেকে  সন্ধ্যা ৬ টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছিটাবে। যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলমান থাকবে।

আগামীনিউজ/সুমন/মিজান