Dr. Neem on Daraz
Victory Day

নিউইয়র্কে একদিনে ৪ বাংলাদেশির মৃত্যু


আগামী নিউজ | প্রবাসী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৫, ২০২০, ১০:১১ এএম নিউইয়র্কে একদিনে ৪ বাংলাদেশির মৃত্যু

ঢাকা :  যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৪ মার্চ) চারজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এ নিয়ে নিউইয়র্কে করোনায় মোট আটজন বাংলাদেশি মারা গেলেন।

এলমহার্স্ট হসপিটালে ৬০ বছরের আবদুল বাতেন, ৭০ বছরের নুরজাহান বেগম এবং ৪২ বছরের এক বাংলাদেশি প্রবাসী নারী মারা যান। প্লেইনভিউ হসপিটাল নর্থওয়েলে মারা গেছেন ৫৯ বছরের এ টি এম সালাম। হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বাজে পরিস্থিতি নিউইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে প্রতিদিন আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনা দ্রুত গতিতে ছড়াচ্ছে বলেছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। নিউইয়র্কে এখন পর্যন্ত করোনায় কমপক্ষে ২১০ জন মারা গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অঙ্গরাজ্যটিতে আক্রান্ত মানুষের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। বাড়ছে মৃত মানুষের সংখ্যাও।

আগামীনিউজ/মিজান