Dr. Neem on Daraz
Victory Day

কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির করণীয়


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ২৩, ২০২০, ১০:০৮ পিএম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির করণীয়

ঢাকা: কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির যা করণীয়  আগামী নিউজের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-


# একটি নির্দিষ্ট কক্ষের ভিতরে অবস্থান করা। সম্ভব হলে আলাদা বাথরুম ও টয়লেট ব্যবহার করা।


# অতি জরুরী প্রয়োজন ছাড়া কক্ষ থেকে বের না হওয়া। বের হতে হলে সব সময় মাস্ক ব্যবহার করা।


# অতি জরুরী প্রয়োজন ছাড়া পরিচর্যাকারী ব্যতীত অন্য কারো সাথে, এমন কি পরিবারের সদস্যদের সাথেও সাক্ষাত না করা।


# স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশী বেশী করে বিশুদ্ধ পানি ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করা।


#'তার ব্যবহারের জিনিসপত্র, এমনকি তার বিছানাও অন্য কারো সাথে শেয়ার না করা।


# অসুস্থ বোধ করলে বা জ্বর ও কাশির সাথে শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া।


আগামী নিউজ/সুমন/নাঈম