Dr. Neem on Daraz
Victory Day

স্থলবন্দরে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ২২, ২০২০, ০১:৩৪ পিএম স্থলবন্দরে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

ঢাকা : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস ঠেকাতে বাংলাদেশের সবগুলো স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত নিষেধাজ্ঞা জারির আদেশে জানানো হয়েছে, বাংলাদেশে চালু সকল স্থল বন্দরসমূহে রোববার (২২ মার্চ) রাত ১২ টা থেকে পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত বিদেশি নাগরিকদের প্রবেশে এই নিষেধাজ্ঞা জারির আদেশ বলবত থাকবে।

নিষেধাজ্ঞায় থাকা স্থল বন্দরসমূহ গুলো হল-  বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, রৌমারী, দর্শনা, নাকুগাঁও,  তামাবিল, শেওলা ও আখাউড়া।

আগামীনিউজ/সুমন/মিজান