Dr. Neem on Daraz
Victory Day

দিনদুপুরে আকাশ থেকে পড়ল ৪৯ কেজি ওজনের ধাতব বস্তু!


আগামী নিউজ | চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২২, ২০২০, ১০:৩৪ এএম দিনদুপুরে আকাশ থেকে পড়ল ৪৯ কেজি ওজনের ধাতব বস্তু!

চট্টগ্রাম : জেলার সীতাকুণ্ডে আকাশ থেকে উড়ে এসে মাটিতে পড়ল ৪৯.২ কেজি ওজনের একটি ধাতব বস্তু। এতে ১০ থেকে ১৫ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। উদ্ধার করা ধাতব বস্তুটি সীতাকুণ্ড থানা পুলিশের কাছে রাখা হয়েছে।  এর গায়ে তে লাল এবং সাদা রঙের প্রলেপ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্বহাসনাবাদ গ্রামের মিত্র বাড়ির পাশেই ধাতব বস্তুটি এসে পড়ে।

স্থানীয়রা বলছে, এটি আকাশ থেকেই পড়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। এরপরই ধাতব বস্তুর রহস্য উন্মোচনে তলব করা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের-সিএমপি কাউন্টার টেররিজম ইউনিটকে।

সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন মোল্লা বলেন, কাউন্টার টেররিজম ইউনিটের টিম এসেছিল। তারা মাটির নিচ থেকে ধাতব বস্তু উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দিয়েছে। এখন সিআইডির টিম দিয়ে এটি পরীক্ষা করা হবে।  আসলে বস্তুটি কোথা থেকে এসে পড়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না।

আগামীনিউজ/মিজান