Dr. Neem on Daraz
Victory Day

করোনাভাইরাস প্রতিরোধে পরামর্শ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২০, ২০২০, ১১:০২ এএম আপডেট: মার্চ ২০, ২০২০, ১১:৩০ এএম করোনাভাইরাস প্রতিরোধে পরামর্শ

ঢাকা : চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস (কোভিড-১৯) ইতোমধ্যে বিশ্বের ১৬০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যুর পাশাপাশি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এরইমধ্যে বাংলাদেশেও করোনাভাইরাসে আক্রান্ত ১৭ জন রোগী শনাক্ত হয়েছে। একজন মারা গেছে।

তবে রোগটি নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা।

করোনাভাইরাস প্রতিরোধে করণীয় :

করোনাভাইরাস নিয়ে ভীত না হয়ে সতর্কতা অবলম্বন করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য অধিদফতর এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা নিম্ন লিখিত কিছু পরামর্শ মেনে চলার জন্য অনুরোধ করেছেন।

> নিয়মিত জীবাণুনাশক, সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া উচিত।
> কাশি বা হাঁচি দিচ্ছেন এমন ব্যক্তি থেকে তিন ফুট দূরত্ব বজায় রাখা প্রয়োজন।
> হাত না ধুয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।
> হাঁচি বা কাশি দেয়ার সময় টিস্যু বা হাতের কনুই দিয়ে নাক ও মুখ ঢেকে রাখতে হবে।
> যেখানে সেখানে থুথু ফেলা যাবে না।
> রান্না করার আগে ভালো করে খাবার ধুয়ে নিতে হবে।
> যে কোনো খাবার ভালো করে সিদ্ধ করে রান্না করতে হবে।
> কাপড় একবার ব্যবহার করে ধুয়ে ফেলুন।
> বাড়ি এবং কর্মক্ষেত্র নিয়মিত পরিষ্কার করতে হবে।
> বাইরে ব্যবহৃত জুতা ঘরে ব্যবহার করা যাবে না। খালি পায়ে হাঁটা যাবে না।
> পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকতে হবে।
> জ্বর, কাশি ও শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অন্যের সংস্পর্শ  থেকে দূরে থাকতে হবে।
> স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুসরণ করে নিরাপদ থাকাই উত্তম পন্থা।
> অসুস্থ বোধ করলে বাড়িতে অবস্থান করা উত্তম।
> জনাকীর্ণ স্থানে সতর্ক থেকে মাস্ক ব্যবহার করতে হবে।
> শিশু, বৃদ্ধ ও ক্রণিক রোগীদের অধিকতর সতর্ক থাকতে হবে।
> নিজেকে নিরাপদ রাখতে আপাতত বিদেশ ভ্রমণ না করাই ভালো।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহ, লক্ষণ বা উপসর্গ দেখা দিলে সরাসরি জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। সেক্ষেত্রে আইইডিসিআরের হটলাইন নম্বরে ফোন করলে তারা বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবেন।

হটলাইন নম্বরগুলো হচ্ছে- ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫, ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩ ও ০১৪০১১৮৪৫৬৮।

আগামী নিউজ/সুমন/ হাসি