Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশ থেমে নেই, মহামারিতেও এগিয়ে যাচ্ছে–নৌ প্রতিমন্ত্রী


আগামী নিউজ | দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৩:৪৪ পিএম
বাংলাদেশ থেমে নেই, মহামারিতেও এগিয়ে যাচ্ছে–নৌ প্রতিমন্ত্রী

ফাইল ফটো

বাংলাদেশ থেমে নেই করোনা মহামারিতেও দেশ এগিয়ে যাচ্ছে বলে বিরলে ৫০ শয্যা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লাট উদ্বোধনে মন্তব্য করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
 
তিনি বলেন, ২০২০ সালের ১২ মার্চ বলেছিলাম দেশরত্ন শেখ হাসিনা যখন দেশের দায়িত্বে আমরা করোনা মহামারিতেও দেশকে এগিয়ে নিয়ে যাব। আজ মহামারির এই দেড় বছরে  দেশকে শুধু এগিয়ে নিয়ে যাই নাই, ৫ লক্ষ হাজার কোটি টাকার বাজেটকে ৭ লক্ষ কোটি টাকায় উন্নীতকরণ করা হয়েছে। অনেকে মনে করেছে পদ্মা সেতু জোড়া লাগবে না, কিন্তু পদ্মা সেতু আজ যুক্ত। গভীর সমুদ্রবন্দর মাতারবাড়িতে ১৭ হাজার, মংলা বন্দরে  ৪.৫ হাজার, পায়রা বন্দরে ৭ হাজার কোটি টাকার কাজ চলমান।
 
দিনাজপুরে তুলাই নদীর খনন শেষ পূর্নভবার দরপত্র আহবান করা হয়েছে। গত ১৫ ই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গনভবন থেকে সারা দেশের মোট ১০৮ টি জলযান উদ্বোধন করেছেন। পায়রা বন্দরের ক্ষতি গ্রস্থদের মাঝে ৩.৫ হাজার কোটি টাকা তুলে দিয়েছেন। আজ ভারত বাংলাদেশ  শিপিং মিনিষ্ট্রির যৌথভাবে ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের সভা। দেশের একটি মাত্র মন্ত্রণালয়ের প্রায় ৫০ হাজার কোটি টাকার কাজ চলমান।
  
ভ্যাক্সিন কেনা হয়েছে ২ হাজার কোটি টাকার মতো, গতকালও এসেছে, আরও আসছে। নিন্দুকেরা যারা বাংলাদেশকে লুট করেছে, জঙ্গিবাদে শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাই তৈরি করেছে, যারা মানুষকে বাচাতে পারে নাই হত্যা করেছে, চিকিৎসা দিতে পারেনি  তারা আজ মিডিয়ার কল্যাণে বাংলার মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। কয়েক দিন আগেও বৃটিশ পার্লামেন্টকেও সরকারের নামে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। 
 
দেশরত্ন শেখ হাসিনা যখন সমগ্র পৃথিবীতে রোল মডেলে পরিণত হচ্ছেন তার সাহসী নেতৃত্ব দিয়ে। তখন তারা বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দেশকে অন্ধকারে ঠেলে দিয়ে আলোর দিকে নিতে চায় না। এর বিরুদ্ধে আমাদের গণসচেতনতা তৈরি করতে হবে। করোনা মহামারির জনসচেতনতা মত ষড়যন্ত্রকারিদের অপপ্রচার জনসাধারণের সামনে তুলে ধরতে হবে দেশ বিরোধী কর্মকান্ড আর বর্জন করতে হবে এদের।  
 
বিরল উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক বাবু রমা কান্ত রায়, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু প্রমুখ।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে