Dr. Neem on Daraz
Victory Day

সরকারকে নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ ফখরুলের


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২০, ০৯:২৯ পিএম
সরকারকে নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ ফখরুলের

সংগৃহীত

ঢাকাঃ নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করতে সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের কৃষিখাতের কৌশল নির্ধারণ শীর্ষক আলোচনা সভায় এ চ্যালেঞ্জ দেন তিনি।

সভায় মির্জা ফখরুল বলেন, ‘জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে গণতন্ত্রের কথা বলার কোনো অধিকার আওয়ামী লীগের নেই।’

বিএনপির জনপ্রিয়তায় সরকার দলীয় নেতাকর্মীরা ভীত বলেই নিয়মিত সমালোচনা করছেন বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের অনিয়ম দুর্নীতির ফল ভোগ করছেন সাধারণ মানুষ।’

স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি দুর্নীতি চলছে মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, করোনার মধ্যে বহু শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। সরকার সচেতনভাবে দেশের অর্থনীতির ভিত্তিগুলো নষ্ট করে দিচ্ছে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে