Dr. Neem on Daraz
Victory Day

‘নির্বাচন নিয়ে বিএনপির মনোভাব জানতে চেয়েছেন কূটনীতিকরা’


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০৮:২৭ পিএম
‘নির্বাচন নিয়ে বিএনপির মনোভাব জানতে চেয়েছেন কূটনীতিকরা’

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে কূটনীতিকদের অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘সিটি নির্বাচন, ইভিএম নিয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি, জনগণের মতামতের প্রতিফলন আর সন্দেহ এ সম্পর্কে আমরা আমাদের বক্তব্য পেশ জানিয়েছি এবং তারাও জানতে চেয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে এসব বিষয় তুলে ধরা হয় বলে জানান তিনি।

বিকেল সাড়ে ৪টার দিকে এ বৈঠক শুরু হয়। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি’র শীর্ষ নেতারা। বৈঠকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, নরওয়ে, ভারত, মরক্কো, ডেনমার্কসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। 

আগামীনিউজ/এএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে