Dr. Neem on Daraz
Victory Day

মাহিয়া মাহিকে উপ-কমিটিতে রাখার নির্দেশ দিলেন কাদের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ১০:৩১ এএম
মাহিয়া মাহিকে উপ-কমিটিতে রাখার নির্দেশ দিলেন কাদের

পুরোনো ছবি।

ঢাকাঃ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে তার সেই শোক ঘুচছে যাচ্ছে। পদ পাচ্ছেন আওয়ামী লীগে। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন মাহিয়া মাহি। দেখা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে। 

এ সময় ওবায়দুল কাদেরের কাছে আওয়ামী লীগে রাজনীতি করার ইচ্ছে পোষণ করেন ‘ম্যাজিক মামনি’ খ্যাত এই চিত্রনায়িকা। 

ওবায়দুল কাদেরও এতে সাড়া দেন। তিনি দলীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নির্দেশ দেন, মাহিয়া মাহিকে সামনে যে কোনো উপকমিটিতে রাখতে। 

জানা গেছে, এ সময় উপস্থিত থাকা নেতাকর্মীকে মাহিয়া মাহিকে আওয়ামী লীগের সংস্কৃতি-বিষয়ক উপ-কমিটিতে রাখার প্রস্তাব করেন। এতেও ইতিবাচক সাড়া দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকও।

এ বিষয়ে জানতে চাইলে চিত্র নায়িকা মাহিয়া মাহি বলেন, আমাকে সংগঠনের জন্যে কাজ করতে বলা হয়েছে। 

কোন উপ-কমিটির সদস্য হচ্ছেন, এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। 

এ বিষয়ে মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার বলেন, সংস্কৃতি-বিষয়ক উপ-কমিটি বা কোথায় কাজ করা যায় সেটা নিয়ে কথা বলেছেন সাধারণ সম্পাদক। তিনি মাহিকে সংগঠনের জন্য কাজ করতে বলেছেন।

এর আগে, বিএনপির সংসদ সদস্যে ছেড়ে দেওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। মনোনয়ন ঘোষণার আগেই নৌকার পক্ষে জোর প্রচারণা চালিয়েছিলেন তিনি। 

গত ১ জানুয়ারি আওয়ামী সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আসনটিতে নৌকার মাঝি মুহাম্মদ জিয়াউর রহমান। 

পরে দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ান মাহি। সমর্থন জানান আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে। 

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে