Dr. Neem on Daraz
Victory Day

বিএনপিকে তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামানোর আহ্বান ওবায়দুল কাদেরের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৩:৫৬ পিএম
বিএনপিকে তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামানোর আহ্বান ওবায়দুল কাদেরের

ঢাকাঃ বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত 'নবজাতকদের জন্য বঙ্গবন্ধু কন্যার শুভেচ্ছা স্মারক প্রদান' অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, 'ফখরুল সাহেব, ‘তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামাতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামিয়ে ফেলুন। সোজা কথা, সোজা পথে আসুন। নির্বাচনে আসুন।’

তিনি বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও নির্বাচন হবে। সরকার রুটিন দায়িত্ব পালন করবে। মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। সরকারের আইন প্রয়োগকারী সংস্থাও নির্বাচন কমিশনের অধীনে থাকবে। দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশে একটা রুটিন সরকার থাকে। সরকার না থাকলে কার হাতে দেবো দেশ? আপনাদের হাতে দেব?'

বিএনপি নেতাদের নতুন করে অবরোধ ঘোষণা দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা তাদের আগের অবরোধ না তুলে নতুন করে কেনো আবার অবরোধ ঘোষণা করেছে। তা জানতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করতে সাংবাদিকদের পরামর্শ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, 'কত গণআন্দোলন করলেন, ঘন ঘন বললেন গণআন্দোলন করবেন। ১৩ বছর চলে গেল দেখতে দেখতে। ১৩ বছর চলে গেল, রোজার ঈদ, কোরবানির ঈদ, পরীক্ষার পর, বর্ষার পর৷ এই পরপর ১৩ বছরে কতবার যে আন্দোলনের ডাক! দেখতে দেখতে ১৩ বছর, আন্দোলন হবে কোন বছর? দেখতে দেখতে ১৩ বছর, মানুষ বাঁচে কয় বছর?'

বিএনপির আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভীত নয় জানিয়ে সেতুমন্ত্রী বলেন, 'বিএনপির আন্দোলনের এই হাঁকডাকে আওয়ামী লীগ ভীত এমন চিন্তা কি করেন? আপনারা মাঠে আসেন।’

দলীয় কর্মসূচি পালনে ফেল লাঠি নিয়ে এলে বিএনপির খবর আছে এমন হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘লাঠি নিয়ে এলে খবর আছে। জাতীয় পতাকার সঙ্গে লাঠি, এটা মেনে নেবে না। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করা হলে এটা আমরা মেনে নেব না।'

আওয়ামী লীগ রাজপথের আন্দোলনের জন্য প্রস্তুত আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'আমি আবারও বলছি, আমরা প্রস্তুত আছি। আওয়ামী লীগ সতর্ক অবস্থায় আছে, সক্রিয় আছে। সতর্ক অবস্থায়, সংযমী হয়ে আমরা থাকব। রাজপথে আমরা ছিলাম, রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। সেই আন্দোলনের ভয়ে আওয়ামী লীগকে দেখাবেন না৷'

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, নাট্যশিল্পী লাকী ইনাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডাক্তার ছায়েফ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুর রহমান এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর যেসব শিশু জন্মগ্রহণ করেছে, সেসব শিশুর প্রতিনিধিদের মাঝে বিশেষ উপহার প্রদান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে