Dr. Neem on Daraz
Victory Day

খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ আজ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ১০:৪৯ এএম
খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ আজ

ফাইল ছবি

ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সারাদেশের বিভাগীয় শহরে সমাবেশ করবে দলটি। এছাড়া ঢাকায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুুপুর ১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।  

ঢাকায় সমাবেশের জন্য ইতোমধ্যে পুলিশের কাছ থেকে মৌখিক অনুমতিও পেয়েছে বিএনপি।

সোমবার (২৯ নভেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশ হবে। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশের জন্য এরই মধ্যে দলীয় কার্যালয়ের সামনে সড়কে ট্রাকের অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে।

মঞ্চ তৈরি কার্যক্রম তদারকি করছেন- বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ এবং ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী।

আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে দুপুরে নয়াপল্টনে সমাবেশ হবে। সমাবেশের জন্য ট্রাকে অস্থায়ী মঞ্চ নির্মাণ চলছে। কিছুক্ষণের মধ্যে শেষ হবে নির্মাণ কাজ। এরপর দুপুর ১টায় এই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির বলেন, বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তাতে ঢাকায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া দলের স্থায়ী কমিটির অন্য সদস্যরা এবং ভাইস চেয়ারম্যানদের অন্য বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি করা হয়েছে।

শায়রুল বলেন, মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় সমাবেশ নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চট্টগ্রাম মহানগরের কেভি সংলগ্ন বাকুলিয়া মাঠের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শায়রুল জানান, ফরিদপুর প্রেসক্লাব চত্বরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খুলনা বিভাগীয় বিএনপি অফিসের সামনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে গয়েশ্বর চন্দ্র রায় বক্তব্য দেবেন। ময়মনসিংহ শহরের রেলওয়ে স্টেশন চত্বরে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন নজরুল ইসলাম খান।

সিলেট রেজিস্ট্রার মাঠের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী। রংপুর বিএনপি অফিসের সামনে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

রাজশাহীর বাটার মোড়ে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি আবদুল্লাহ আল নোমান। কুমিল্লার সাগর পাড় সংলগ্ন বাদুর তলা রোডে সমাবেশে প্রধান অতিথি শামসুজ্জামান দুদু। আর আগামী ৩ ডিসেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন মির্জা আব্বাস।

এছাড়া প্রতিটি বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতারা ও জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন বলেও জানান শায়রুল।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে