Dr. Neem on Daraz
Victory Day

আজ প্রেস ক্লাবে মুখোমুখি হচ্ছে গণফোরামের দুই অংশ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: মার্চ ৬, ২০২১, ১১:৩১ এএম
আজ প্রেস ক্লাবে মুখোমুখি হচ্ছে গণফোরামের দুই অংশ

ছবি: সংগৃহীত

ঢাকাঃ আজ জাতীয় প্রেস ক্লাবে মুখোমুখি হতে যাচ্ছে গণফোরামের বিবদমান দুই অংশ। বিকেল ৩টায় ক্লাবের জহুর হোসেন হলে সংবাদ সম্মেলন ডেকেছে দলের একটি অংশ। যেখানে ড. কামাল হোসেন ও মোকাব্বির খান সমর্থিত অংশ উপস্থিত থাকছে বলে জানা গেছে।

অন্যদিকে একই সময় বিকেল ৩টায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি নিয়ে অংশ নেওয়ার কথা রয়েছে সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু সমর্থিত অংশের। এ ছাড়াও অধ্যাপক আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ অনেকের উপস্থিত থাকার কথা রয়েছে ওই কর্মসূচিতে।

কারা হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ‘যুব গণফোরাম ও ঐক্যবদ্ধ ছাত্রসমাজে’র উদ্যোগে এই কর্মসূচি দেওয়া হয়েছে। কিন্তু বস্তুত ড. কামাল হোসেনের পাল্টা কর্মসূচি হিসেবে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে অন্য অংশ মনে করছে।

এ বিষয়ে মোকাব্বির খান গণমাধ্যমকে বলেন, ‘ড. কামাল হোসেন সংবাদ সম্মেলন করার ঘোষণা দেওয়ার পর তাঁরা মানববন্ধন কর্মসূচি দিলেন। এটি পায়ে পারা দিয়ে ঝগড়ার শামিল।’ 

তিনি বলেন, ‘গত ৫০ বছরে মন্টু সাহেবের কোনো পরিবর্তন হয়নি; এটি তার প্রমাণ। ওনাদের আগেও একবার বহিষ্কার করা হয়েছিল। তবে এবার সিনিয়র নেতাদের পরামর্শ অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে মোস্তফা মহসীন মন্টু বলেন, ‘মানববন্ধনের সঙ্গে ড. কামালের সংবাদ সম্মেলনের কোনো সম্পর্ক নেই। এটি ভিন্ন ইস্যুতে নেওয়া হয়েছে।’ 

তিনি বলেন, ‘মোকাব্বির খান এমন কোনো কেউকেটা নন যে তাঁকে কেন্দ্র করেই পাল্টা কর্মসূচি দিতে হবে। তাঁকে লন্ডন থেকে ধরে এনে গণফোরামের মনোনয়ন দেওয়া হয়েছে। তা ছাড়া এমপি কিভাবে হয়েছেন তাও সবাই জানেন।’

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে