Dr. Neem on Daraz
Victory Day

আরও সুদৃঢ় হবে ভারত-বাংলাদেশের সম্পর্ক


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১, ০২:০৪ পিএম
আরও সুদৃঢ় হবে ভারত-বাংলাদেশের সম্পর্ক

ছবি : সংগৃহীত

ঢাকাঃ করোনা প্রতিরোধে ভারত সরকারের উপহার ২০ লাখ ডোজ ভ্যাকসিন কোভিশিল্ড বাংলাদেশকে দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।  

আজ শনিবার এক অভিনন্দন বার্তায় ভারত সরকারের পাশাপাশি বন্ধু প্রতীম ভারতের জনসাধারণের প্রতিও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘মহামারিকালে ভারত সরকারের এই উপহার বাংলাদেশের জনগণ কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে। ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন পেয়ে দেশের মানুষ অত্যন্ত খুশি হয়েছে। করোনার থাবায় বিশ্বব্যাপী যখন ভয়ার্ত পরিবেশ তখন ভারত সরকারের এই উপহার প্রমাণ করেছে, ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম এবং অনুপম।’ 

তিনি আরও বলেন, ‘আগামী দিনে বন্ধু প্রতীম ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’ আজ শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন বার্তার তথ্য নিশ্চিত করা হয়।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে