Dr. Neem on Daraz
Victory Day

দেশবাসীকে রাজপথে নামার আহ্বান মান্নার


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২০, ০৫:৪৭ পিএম
দেশবাসীকে রাজপথে নামার আহ্বান মান্নার

সংগৃহীত

ঢাকাঃ আগামী ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এই দিনে সবাইকে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ লেখা স্লোগান নিয়ে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি।

শনিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত এক সমাবেশে মান্না এ কথা বলেন। সম্প্রতি মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার বিচারসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় সম্প্রতি সংসদ সদস্য হাজী মো. সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের গ্রেফতার হওয়া প্রসঙ্গে মান্না বলেন, হাজী সেলিম-ইরফান সেলিমরা একদিনে জন্মায়নি। ইরফান সেলিমরা এতো দিনে কতো মানুষের জমি দখল করেছে? কতোজনকে নির্যাতন করেছে? সরকার বছরের পর বছর ধরে এদের লালন-পালন করছে।

তিনি বলেন, আজ এ সমাবেশে এক নতুন ঐক্যের যাত্রা শুরু হলো। কিন্তু এমন একশ ঐক্য থাকলেও কোনো কাজ হবে না। আন্দোলনের ঐক্য হতে হবে, যা নতুন বাংলাদেশ গড়তে পারবে। এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে ঐক্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে।

সমাবেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে কারও নিরাপত্তা নেই। সবাই ভয়ে আছে। রাষ্ট্রের মৌলিক পরিবর্তন প্রয়োজন। সরকারের উচিত নিজেদের কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরে মধ্যবর্তী নির্বাচন দেয়া।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, সরকার নারী উন্নয়নের কথা বলে অথচ দেশে এখন নারীর কোনো নিরাপত্তা নেই। ঘুষ, দুর্নীতি, নারী নির্যাতনের যে চিত্র সামনে আসছে তাতে মনে হয়, রাষ্ট্র দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, লালমনিরহাটে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার পর আগুনে পুড়িয়ে দেয়া হলো। ধর্ম অবমাননা হয়েছে কি হয়নি, সেটা বিচারের জন্য আইনি প্রক্রিয়া রয়েছে। এমন ঘটনা কোনো দেশের জন্য ‘শুভ সংকেত’ নয়। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য সরকারের পতন দরকার।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে