Dr. Neem on Daraz
Victory Day

সচেতনতার প্রাচীর গড়ে তোলার আহ্বান কাদেরের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৩, ২০২০, ০২:৩৯ পিএম
সচেতনতার প্রাচীর গড়ে তোলার আহ্বান কাদেরের

ছবি সংগৃহীত

ঢাকা: জনগণ সচেতনতার প্রাচীর গড়ে তুলতে না পারলে সরকার আরো কঠোর হতে বাধ্য হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (০৩ জুন) সংসদভবন এলাকাস্থ বাসভবনে ঢাকা মেট্রোরেল প্রকল্পের সংশ্লিষ্টদের সাথে এক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সেতুমন্ত্রী এ কথা বলেন। 

তিনি বলেন, সংক্রমিত এলাকা নিয়ে বিশেষজ্ঞরা কাজ করছেন কর্মপরিকল্পনা পাওয়া গেলে যাচাই বাছাই করে এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে আহ্বান সত্ত্বেও কিছু কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না, যা সংক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এটি অন্য সকলের জন্যও ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। 

গণপরিবহনের অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি নিয়ে তিনি বলেন, অধিকাংশ গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলছে। আবার বেশ কিছু অভিযোগ আমরা পাচ্ছি। আমি প্রশাসনিক নজরদারি বাড়ানোর অনুরোধ করেছি।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে