Dr. Neem on Daraz
Victory Day

সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: কাদের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: এপ্রিল ৬, ২০২০, ০৮:২৯ পিএম
সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: কাদের

ঢাকা: করোনাভাইরাস মোকাবিলায় বিএনপিসহ সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (০৬ এপ্রিল) সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।   

সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সাহসী এবং দূরদর্শী  প্যাকেজ প্রণোদনা ঘোষণা হওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন সেটা ভিত্তিহীন,অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি নেতারা যে কোন পরিস্থতিতে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত থাকেন। তারা অহেতুক সমালোচনা করছেন।  তাদের উচিত এই ভয়াবহ দুর্যোগের সময়ে  দেশ ও জাতিকে উদ্ধারে কাজ করা।’

মির্জ ফকরুলের উদ্দেশ্য কাদের বলেন,  তিনি ভালোভাবে যদি এই প্যাকেজ প্রণোদনা পড়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন এতে বিত্তবানদের চেয়ে সাধারণ মানুষদের স্বার্থকেই বেশি প্রাধান্য দেয়া হয়েছে। বিএনপির উচিত ছিলো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো। কিন্তু তারা সেটি না করে উল্টো রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতা চালাচ্ছেন।  

তিনি বলেন, আজ আমাদের দেশের সব পেশার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন। একযোগে কাজ করছেন। জনগণ প্রণোদনা প্যাকেজ ইতিবাচকভাবে গ্রহণ করেছে। কাজেই নেতিবাচক সমালোচনা পরিহার করে আমাদের উচিত হবে জনগণ এবং দেশের স্বার্থে এই সংকট কাটিয়ে ওঠার লক্ষ্য ইতিবাচকভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া।’


আগামী নিউজ/ডলি/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে