Dr. Neem on Daraz
Victory Day

সকল নেতাকর্মীকে ত্রাণ বিতরণের আহ্বান কাদেরের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০, ০২:৫০ পিএম
সকল নেতাকর্মীকে ত্রাণ বিতরণের আহ্বান কাদেরের

ঢাকা: করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণের জন্য কেন্দ্রীয় নেতাদের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শনিবার (০৪ এপ্রিল) তার সরকারি বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সেতুমন্ত্রী। 

এ সময় কাদের বলেন, করোনা প্রতিরোধে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ভাইরাসটির সংক্রামনের দিক দিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্সের মতো উন্নত দেশগুলোর চেয়ে আমরা ভাল অবস্থানে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথোপযুক্ত পদক্ষেপের কারণেই এটি নিয়ন্ত্রনে রাখা সম্ভব হয়েছে ।

তিনি আরো জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত  থাকবে। তিনি বলেন, কোনভাবে পণ্যবাহি যানবাহনে যাত্রী পরিবহণ করা যাবে না। 

আগামীনিউজ/ইয়াকুব/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে