Dr. Neem on Daraz
Victory Day

কারাবন্দী লেখকের মৃত্যু: ছাত্র ফ্রন্টের বিক্ষোভ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০১:২৭ পিএম
কারাবন্দী লেখকের মৃত্যু: ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

ছবি : আগামী নিউজ

ঢাকাঃ লেখক মুশতাক আহমেদ ‘পুলিশি রাষ্ট্রের বলি’ আখ্যা দিয়ে তার মৃত্যুর বিচার দাবি করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। 

আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে এ দাবি করে সংগঠনটি।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী মুশতাক আহমেদকে তিলে তিলে হত্যা করা হয়েছে। সরকার দেশে লুটপাট ও মাফিয়াতন্ত্র তৈরি করেছে। পুরো দেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। তারই বলি হয়েছেন লেখক মুশতাক।

সমাবেশে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মুশতাক আহমেদ (৫৩) মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মুশতাক গতকাল সন্ধ্যার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আগামীনিউজ/এএইচ   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে