Dr. Neem on Daraz
Victory Day

‘ঘূর্নিঝড় বুলবুল কৃষিতে ২শ ৬৩ কোটি টাকার ক্ষতি করেছে’


আগামী নিউজ | আগামী নিউজ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ১২:৪০ পিএম
‘ঘূর্নিঝড় বুলবুল কৃষিতে ২শ ৬৩ কোটি টাকার ক্ষতি করেছে’

ঘূর্ণিঝড় বুলবুলে যেমনটা মনে করা হয়েছিল তেমন ক্ষতি না হওয়ায় মহান সৃষ্টিকর্তার কাছে কৃতিজ্ঞতা প্রকাশ করে কৃষিমন্ত্রী ড. আব্দুল রাজ্জাক জানিয়েছে, তারপরও আমাদের  কৃষিতে ক্ষতির পরিমান ২শ’ ৬৩ কোটি ৫ লাখ টাকা।

মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে  সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী। 

১৬ জেলার ১০৩ টি উপজেলায় এ ঝড়ের প্রভাবের কথা জানিয়ে কৃষি মন্ত্রী বলেন,  রোপা আমন,  শীতকালীন শাক-সবজি, সরিষা,  খেসারিসহ নানা শাক-সবজি আত্রান্ত হয়েছে। 

৮ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশের উপকূলীয়অঞ্চলের জেলা সমূহের উপর আঘাত হেনেছিল এই ঘূর্ণিঝড় বুলবুল। 

এতে ২ লক্ষ ৮৯ হাজার হেক্টর জমিতে কৃষির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।  

রোপা আমনের ২ লক্ষ ৩৩ হাজার ৫৭৪ হেক্টর জমি, শীতকালীন সবজি ১৬ হাজার ৮৮৪ হেক্টর জমি সরিষা ১৪৭৬ হেক্টর জমি, খেসারি ৩১০৮৮ হেক্টর, ১৯৫ হেক্টর, পান ২৬৬৩ হেক্টর ও অন্যান্য কৃষিজাত পণ্যের ৩১২৬ হেক্টর জমির কৃষি কৃষি পণ্যের ক্ষতি হয়েছে বলে জানা যায়।

আগামী নিউজ/এসআর/এআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে