Dr. Neem on Daraz
Victory Day

ইউক্যালিপটাস বৃক্ষ রোপন বন্ধের দাবী


আগামী নিউজ | নাহিদ আল মালেক, জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৬:৩৬ পিএম
ইউক্যালিপটাস বৃক্ষ রোপন বন্ধের দাবী

ছবিঃ আগামী নিউজ

বগুড়াঃ পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস বৃক্ষ রোপন বন্ধের দাবীতে বগুড়ায় গণস্বাক্ষর কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের শেরপুর রোডে একটি রেষ্টুরেন্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে এই কর্মসুচীর উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন বগুড়ার বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ বজলুল করিম বাহার। এসময় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার সভাপতি জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে বক্তারা বলেন, দেশীয় প্রজাতির গাছের পরিবর্তে ভিনদেশী বৃক্ষরোপন পরিবেশের জন্য হুমকি স্বরুপ। উত্তরাঞ্চলে যে হারে ইউক্যালিপটাস গাছ লাগানো হচ্ছে তাতে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং মরুকরণ প্রক্রিয়া ত্বরান্বিত হবার আশংকা দেখা দিচ্ছে।

তাই ভিনদেশী ইউক্যালিপটাস বৃক্ষরোপন বন্ধ করে দেশীয় প্রজাতির বৃক্ষ রোপনে জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে