Dr. Neem on Daraz
Victory Day

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২১, ১১:২৯ এএম
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

সংগৃহীত

দিনাজপুরঃ আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.১ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে দিনাজপুরে। ফলে ঠান্ডায় কাতর ছিন্নমূল মানুষজন আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্ঠা করছেন। 

গত দুই দিন ধরে ঠান্ডা জেকে বসেছে। যানবাহনগুলো গাড়ির হেড লাইড জ্বালিয়ে চলাচল করছে। আবার হিমালয়ের হিমেল ঠান্ডা বাতাস আর ঘনকুয়াশায় ছিন্নমূল মানুষগুলো কাতর হয়ে পড়েছেন। 

খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল মানুষগুলো। কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে কাজের সন্ধানে বের হলেও তেমন কাজ পাচ্ছেন না খেটে খাওয়া নারী পুরুষ শ্রমিকরা। পরিবার পরিজন নিয়েও চিন্তায় রয়েছেন খেটে খাওয়া মানুষজন। ভোরের দিকে হিমেল হাওয়া যেন শীতের মাত্রা আরো বৃদ্ধি করে।

শহরে কাজের সন্ধানে আসা মহিবুল হক বলেন, ‘বাড়িতে ৫ জন খায়নেওলা। প্রতিদিন কাজ করি তারপর তাদের খাওয়া হয়। কয়েকদিন ধরে প্রচণ্ড ঠাণ্ডায় কাজ করতে পারিনা। আমার মত অনেক নারী পুরুষ শ্রমিক কাজের সন্ধানে এসে বসে আছে। কেউ তেমন কাজ পাচ্ছে না। আর আজকের ঠাণ্ডায় নেক বেশি।’

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুল হোসেন জানান, দিনাজপুরে আজ দেশের সর্বনিম্ম তাপমাত্রা নেমে আসে ৭.১ ডিগ্রি সেলসিয়াসে। মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ চলছে। বাতাসের আদ্রতা ৯৮ শতাংশ।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে