Dr. Neem on Daraz
Victory Day

ছাগল খাওয়া সেই অজগর দিল ৩০ বাচ্চা


আগামী নিউজ | মৌলভীবাজার প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৩, ২০২০, ০৫:০৮ পিএম
ছাগল খাওয়া সেই অজগর দিল ৩০ বাচ্চা

ছবি সংগৃহীত

মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ৩০ টি অজগরের বাচ্চা জন্ম নিয়েছে। এ নিয়ে চতুর্থ বারের মত বাচ্চা দিল অজগরটি।

এ তথ্য নিশ্চিত করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, ২০০৩ সালের দিকে শ্রীমঙ্গল উপজেলার মীর্জাপুর এলাকায় ছাগল খাওয়ার কারণে গ্রামবাসীর হাতে আটক স্ত্রী অজগরটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়। এর পর ২০০৪ সালে প্রথম সে ৩২টি ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা আসে। এরপর ২০০৭ সালে আবারও ২৯ টি ডিম দেয়। কিন্তু সে বছর ডিম থেকে বাচ্চা ফুটেনি সব ডিম নষ্ট হয়ে যায়। এরপর ২০১১ সালে আবারও ৩০ টি ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা ফুটে। ২০১৯ সালে ৩১টি ডিম দেয় এবং সেখান থেকে ২২টি বাচ্চা মিলে। সর্বশেষ চলতি বছরের ২৮ মে ৩১টি ডিম দেয় মা অজগর। সেখান থেকে গত রাত থেকে বাচ্চা ফুটতে শুরু করে। এখন পর্যন্ত ৩০ টি বাচ্চা ফুটেছে এবং বাকি ১টি ডিম থেকে বাচ্চা ফুটার অপেক্ষায় রয়েছে।

আগামীনিউজ/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে