Dr. Neem on Daraz
Victory Day

ফরিদপুরে কৃষকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি


আগামী নিউজ | ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৫, ২০২০, ০৬:০৫ পিএম
ফরিদপুরে কৃষকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

সংগৃহীত

মুজিববর্ষ উপলক্ষে ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই স্লোগান নিয়ে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ফরিদপুর জেলা কৃষকলীগ। এ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) দুপুরে জেলা সদর উপজেলার মল্লিকপুর এলাকার বৃক্ষরোপণ শুরু হয়। এ সময় বিভিন্ন প্রজাতির ৫০০শতাধিক চারা রোপণ করা হয়।

এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ শহিদুল ইসলাম।

তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে ফরিদপুর জেলা কৃষকলীগ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে জেলার বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ করা হয়েছে। আমাদের এই কর্মসূচি তিন মাস অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক প্রদিপ কুমার লক্ষণ, সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, কানাইপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিতাই সিকদার, শেখ আক্তার হোসেন, সবিতা বৈরাগী প্রমুখ।

আগামীনিউজ/রুবেল/জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে