Dr. Neem on Daraz
Victory Day

অবশেষে কালোমুখী দুটি হুনুমান উদ্ধার 


আগামী নিউজ | ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: মে ১৯, ২০২০, ০৯:০০ এএম
অবশেষে কালোমুখী দুটি হুনুমান উদ্ধার 

ছবি সংগৃহীত

ঝিনাইদহ: জেলার সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের ভবনগর গ্রামে লিচু খেতে গিয়ে বাগান মালিকদের পেতে রাখা ফাঁদে নির্মমতার শিকার বিরল প্রজাতির কালোমুখী হুনুমান দুটি কে উদ্ধার করল বন বিভাগ। 

ঝিনাইদহ জেলা বন কর্মর্কতা গিয়াস উদ্দিনের নির্দেশে কোটচাঁদপুর রেঞ্জের কর্মকর্তা আতিয়ার রহমান সঙ্গীয় কর্মকর্তাদের নিয়ে মহেশপুরের ভবনগর গ্রামে যান। তারা লিচু বাগান মালিক কে সতর্ক করেন, তবে বাগান মালিকের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নেয়া হয়নি। বনবিভাগের কর্মকর্তারা হুনুমান দুটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। একই সাথে সেখানকার জনপ্রতিনিধিদের বিষয়টি দেখভালের পরামর্শ দেন।

এর আগে সোমবার দুপুরে হুনুমান দুটি নির্মমতার শিকার হয়। লিচু বাগানের কারেন্ট জাল ও ফাঁদে আটকে যাওয়ার পর হুনুমান দুটিকে নির্যাতন করে ক্ষত-বিক্ষত করা হয়। এরপর আটকে থাকা অবস্থায় কুকুর হামলা চালায় হুনুমান দুটির উপর। পরে মরনাপন্ন অবস্থায় স্থানীয়রা হুনুমান দুটি কে উদ্ধার করে। 

আগামীনিউজ/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে