Dr. Neem on Daraz
Victory Day

তাপপ্রবাহের দাপট থাকবে আরো কয়েকদিন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৯, ২০২০, ০২:১০ পিএম
তাপপ্রবাহের দাপট থাকবে আরো কয়েকদিন

ছবি সংগৃহীত

ঢাকা : চৈত্র মাস শেষ হতে বাকি আরো ১৫ দিন। এরপর আসবে গ্রীষ্মকাল। তবে গ্রীষ্মকাল আসার আগেই বাড়তে শুরু করেছে দিনের তাপমাত্রা। ইতোমধ্যেই দেশের ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। এখন দিন যত যাবে, ততই বাড়বে গরম।

রোববার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, হাতিয়া, খুলনা, মোংলা, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে