Dr. Neem on Daraz
Victory Day

শনাক্তের ১ বছর: মৃত্যু ১০, শনাক্ত ৮৪৫


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০৪:৪৫ পিএম
শনাক্তের ১ বছর: মৃত্যু ১০, শনাক্ত ৮৪৫

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪৭৬ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৮৪৫ জন। মোট শনাক্ত ৫ লাখ ৫১ হাজার ১৭৫জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১১১৭ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৪ হাজার ১২০জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ সোমবার (০৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬৬০টি নমুনা সংগ্রহ এবং ১৬হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪১ লাখ ৬৩হাজার ১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৯৮শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৪৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

উল্লেখ্য, গত বছরের এই দিনে দেশে প্রথম করোনা শনাক্ত হয়। 

 

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে