Dr. Neem on Daraz
Victory Day

আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪০৭


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৪:০৫ পিএম
আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪০৭

ছবি: সংগৃহীত

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪০০ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪০৭ জন। মোট শনাক্ত ৫ লাখ ৪৫ হাজার ৮৩১জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায়  ৬০৯জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৯৬হাজার ১০৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ২১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১৮৯টি নমুনা সংগ্রহ এবং ১২হাজার ৩৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪০লাখ ৩০হাজার ৬১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক৮৯শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে