Dr. Neem on Daraz
Victory Day

ঢাকা বিভাগে কমছে না মৃত্যু


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২০, ০৭:৪৩ পিএম
ঢাকা বিভাগে কমছে না মৃত্যু

সংগৃহীত

ঢাকাঃ মহামারি করোনায় দেশে প্রতিদিনই মৃত্যু হচ্ছে। তবে এখন পর্যন্ত মোট মৃত্যুর অর্ধেকই ঢাকা বিভাগে। শুরু থেকেই ঢাকায় এই মৃত্যু সারাদেশের তুলনায় অধিক। এখনো তা বেড়েই চলছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৮ জনসহ করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ৯২৩ জনে। এর মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চসংখ্যক রোগী মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন তিন হাজার ৭৯ জন, যা শতকরা হিসেবে অর্ধেকেরও বেশি অর্থ্যাৎ ৫১. ৯৮।

দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুতে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ১৭৩ জন (১৯ দশমিক ৮০ শতাংশ)।

তৃতীয় সর্বোচ্চ মৃত্যুতে রাজশাহী বিভাগে ৩৭১ জন (ছয় দশমিক ২৬ শতাংশ)

এরপর খুলনা বিভাগে ৪৭০ জন (সাত দশমিক ৯৪ শতাংশ), বরিশাল বিভাগে ২০০ জন (তিন দশমিক ৩৮ শতাংশ), সিলেট বিভাগে ২৪৬ জন (চার দশমিক ১৫ শতাংশ), রংপুর বিভাগে ২৬২ জন (চার দশমিক ৪২ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ১২২ জন (দুই দশমিক শূন্য ছয় শতাংশ)।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে