Dr. Neem on Daraz
Victory Day
সারা দেশে বৃষ্টিপাত

বন্দরগুলোতে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২০, ১১:৫৭ এএম
বন্দরগুলোতে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

সংগৃহীত

ঢাকাঃ গভীর নিম্নচাপের কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে স্থানীয় ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে রাজধানীসহ সারা দেশে গতকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অফিস থেকে দেশের সমুদ্র বন্দরগুলোকে স্থানীয় ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে শুক্রবার ভোর থেকে বৃষ্টির তীব্রতা বেড়েছে রাজধানীতে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানেই থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত হয়েছে। এরমধ্যেই গেল ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। পটুয়াখালীর খেপুপাড়ায় ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৪ ঘণ্টায়। এছাড়া হাতিয়ায় ১৯৮ এবং ভোলাতে ১২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ সারাদিনই দেশের সর্বত্রই বৃষ্টি হবে বলে পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের কারণে আরো দুই দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে