Dr. Neem on Daraz
Victory Day

বইমেলাকে ঘিরে ডিএমপির যথেষ্ট প্রস্তুতি রয়েছে : কমিশনার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০৫:১৬ পিএম
বইমেলাকে ঘিরে ডিএমপির যথেষ্ট প্রস্তুতি রয়েছে : কমিশনার

ঢাকা :  প্রতিবছর ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। তারই ধারবাহিকতায় এবারো ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলবে অমর একুশে বইমেলা। এই বইমেলাকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যথেষ্ট নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১২ টায় ডিএমপি সদর দফতরে অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় একথা জানান ডিএমপি কমিশনার।

বইমেলাটি বাংলা একাডেমি আয়োজন করলেও আমরা এর একটি অংশ হয়ে গেছি উল্লেখ করে কমিশনার বলেন, ‘বইমেলাকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বই বইমেলাতে থাকতে দেওয়া যাবে না। বই প্রেমীরা বইমেলা থেকে বই কিনে বইয়ের ক্ষুধা মিটিয়ে থাকেন। তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি। আমরা সবাই মিলে চেষ্টা করলে বাঙালির প্রাণের মেলা সফলভাবে শেষ করতে পারবো। আপনারা যেকোনো পরিস্থিতিতে পুলিশের সহযোগিতা নিবেন।’

এ সময় বইমেলার নিরাপত্তা ব্যবস্থা ও ব্যবস্থাপনা সম্পর্কে বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘এবারের বইমেলায় ৫৩৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলায় ৪১১টি প্রতিষ্ঠান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে ১২৭টি প্রতিষ্ঠান মোট ৮৭২টি ইউনিটে বুক স্টল দিবেন।’

তিনি আরো বলেন, ‘এছাড়া বইমেলা প্রাঙ্গণে থাকছে শিশু চত্ত্বর, মসজিদ, টয়লেট ব্যবস্থাপনা, ফুড পার্ক ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। বইমেলায় বই মনিটরিং করতে থাকবে মনিটরিং কমিটি। বইমেলার নিরাপত্তায় ৩০০টির অধিক সিসি ক্যামেরা বসানো হচ্ছে। বাঁশ ও টিন দিয়ে মেলা প্রাঙ্গণ শক্ত করে বেষ্টনি দেয়া হচ্ছে। প্রতিটি বুক স্টলে অগ্নিনির্বাপক যন্ত্র বাধ্যতামূলকভাবে রাখতে প্রকাশকদের বলা হয়েছে। এই বইমেলা আপনার আমার সকলের, আমরা সকলের সহযোগিতা চাই।’

উক্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ জোহরা খাতুন, বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতির সহ-সভাপতি শ্যামল পাল, গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিসসহ সরকারের সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি বিকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন করবেন বলে বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে।

আগামীনিউজ/মোরসু/এস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে