Dr. Neem on Daraz
Victory Day

আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪১০


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৪:৫১ পিএম
আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪১০

ছবি: সংগৃহীত

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩৮৪ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪১০ জন। মোট শনাক্ত ৫ লাখ ৪৪ হাজার ৯৫৪জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায়  ৯৫৭ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৯৪হাজার ৭৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

 আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ২১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮৮৩ টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪০লাখ ৩হাজার ২৩৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক৭৯শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে