Dr. Neem on Daraz
Victory Day

পৌরসভা নির্বাচন: ৪২টিতে জয়ী আওয়ামী লীগ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১, ০৯:১৮ এএম
পৌরসভা নির্বাচন: ৪২টিতে জয়ী  আওয়ামী লীগ

ফাইল ছবি

ঢাকাঃ পৌরসভা নির্বাচনের ৫৬টির ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে ৪২টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। বিএনপি জিতেছে ৪টিতে, জাতীয় পার্টি ১টিতে এবং জাসদ একটিতে জয়ী হয়েছে। 

এছাড়া ৮টিতে বিজয়ী হয়েছেন সতন্ত্র প্রর্থীরা। সিরাজগঞ্জের কাজীপুর, পাবনার ভাঙ্গুরা, পিরোজপুর সদর ও নারায়ণগঞ্জের তারাব পৌরসভায়-বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। এবার ২৯টি পৌরসভায় ইভিএমে এবং বাকি ৩১টি পৌরসভায় ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়।

শীত উপেক্ষা করে শনিবার সকাল থেকেই বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয় ধাপে পৌর নির্বাচনে মেয়র পদে লড়েন ২শ' ২১ প্রার্থী। সংরক্ষিত কাউন্সিলর পদে ৭শ' ৪৫ এবং সাধারণ কাউন্সিলর পদে দুই হাজার ৩শ' ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাতজন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় তফসিল ঘোষণা করলেও, এক প্রার্থীর মৃত্যু হওয়ায় নীলফামারীর সৈয়দপুরে ভোটগ্রহণ স্থগিত করা হয়।   

বেসরকারিভাবে যারা নির্বাচিত হয়েছেন: নোয়াখালির বসুরহাটে আব্দুল কাদের মির্জা (নৌকা), ফেনীতে ওমর ফারুক খান (নৌকা) ঝিনাদহে কাজী আশরাফুল আজম (নৌকা), কুমিল্লায় শকত হোসেন ভুইয়া (নৌকা), বগুড়ার সারিয়াকান্দি মতিউর রহমান মতি (নৌকা), মেহেরপুরে গাংনি আহমেদ আলী (নৌকা), বাগেরহাটের মোংলায় শেখ আব্দুর রহমান, বগুড়ার সান্তাহারে তোফাজ্জেল হোসেন ভূট্টো (ধানের শীষ)। দিনাজপুরের বীরগঞ্জে বর্তমান মেয়র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মোশারফ হোসেন বাবুল পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।

রাজশাহীর তিন পৌরসভার মধ্যে দুটিতে আওয়ামী লীগ ও একটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। সন্ধ্যায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে কেন্দ্র থেকে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় ৫৯০২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তার হোসেন। তার নিকটতম আওয়ামী লীগের দলীয় প্রার্থী শহিদুজ্জামান শহিদ পেয়েছেন ৪৩১৯ ভোট।

বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় ৭৩৯৯ পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মালেক মন্ডল। তার নিকটতম বিদ্রোহী প্রার্থী মামুনুর রশীদ পেয়েছেন ২৬৯৯ ভোট। ধানের শীষ প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ১০৯৬ ভোট।

কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র আনোয়ার আলী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি মনোনীত প্রার্থী বশিরুল আলম চাঁদকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন।

 কাঁকনহাট পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী একেএম আতাউর রহমান খান ৫৫৮৫ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ধানের শীষের প্রার্থী হাফিজুর রহমান পেয়েছেন ৫১২২ ভোট।

সুনামগঞ্জের ছাতকে চতুর্থবারের মতো মেয়র হলেন আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল কালাম। হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির হাবিবুর রহমান মানিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের (নৌকা) প্রার্থীর চেয়ে ৮ গুণের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন।

কুমারখালী পৌরসভায় বর্তমান মেয়র আওয়ামী লীগ দলীয় প্রার্থী সামসুজ্জামান ওরুন ১০১৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের আনিসুর রহমান লালু পেয়েছেন ২৩৮৬ ভোট।

এদিকে ভেড়ামারা পৌরসভায় ৮০৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মশাল প্রতীকের প্রার্থী আনোয়ারুল কবীর টুটুল।
 

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী।

মিরপুর পৌরসভায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী হাজী এনামুল হক ১০৪৬৮ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শেখ আরিফ পেয়েছেন ২৫১৫ ভোট

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শওকত হোসেন ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে