Dr. Neem on Daraz
Victory Day

শীতে বেখেয়ালি হওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২০, ০৪:২৯ পিএম
শীতে বেখেয়ালি হওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শীতকালীন সময়ে আমাদের দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। তাই শীতকালে আমাদের বেখেয়ালি হওয়া যাবে না। তাহলে আমরা বিপদে পড়ে যাব।

তিনি বলেন, ইতিপূর্বে আমরা করোনা মোকাবিলায় অনেক ভালো কাজ করেছি। যার ফলে আমাদের দেশে মৃত্যুহার কম ছিল। পূর্বের অবস্থান ধরে রাখতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলেই আমরা করোনা থেকে অনেকটা নিরাপদে থাকবো।

শুক্রবার বেলা ২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় জেলার সর্ববৃহৎ কাঁচা ও পাকামালের আড়তের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

আড়তের ব্যবসায়ীদের আয়োজন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নবনির্মিত এই আড়তে ৩০০টি দোকান রয়েছে। স্থানীয় কৃষকরা খুব সহজেই তাদের উৎপাদিত শস্য এখানে বিক্রি করতে পারবেন।

আগামীনিউজ/এএইচ  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে