Dr. Neem on Daraz
Victory Day

প্রধানমন্ত্রীকে ডা.জাফরুল্লাহ’র চিঠি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৭, ২০২০, ০৩:৫০ পিএম
প্রধানমন্ত্রীকে ডা.জাফরুল্লাহ’র চিঠি

ছবি সংগৃহীত

ঢাকা: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার (২৭ জুলাই) ২ হাজার ৬৬৪ শব্দের খোলা চিঠিটি প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে বলেন, ‘চিঠিতে প্রধানমন্ত্রীকে ঈদের দিন গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে তাকে দেখতে যেতে বলেছেন। এমনটা করলে দেশের জনগণ খুশি হবে বলেও জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী।’

এছাড়াও আগস্টে গণস্বাস্থ্য কেন্দ্রে করোনাভাইরাসের চিকিৎসা কার্যক্রম শুরু হবে— চিঠিতে উল্লেখ করে এর উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন জাফরুল্লাহ।

চিঠির শুরুতে বিষয় হিসেবে লেখেন, ‘প্রিয় প্রধানমন্ত্রীর কাছে একজন নাগরিকের খোলা চিঠি’। সেখানে করোনাকালীন স্বাস্থ্যসেবা বিষয়ক নানান সমস্যার কথা তুলে ধরেন তিনি।

আগামীনিউজ/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে