Dr. Neem on Daraz
Victory Day

ডিএনসিসিতে বসবে ৬টি পশুর হাট


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৪, ২০২০, ০৮:৫০ পিএম
ডিএনসিসিতে বসবে ৬টি পশুর হাট

ফাইল ছবি

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ছয়টি পশুর হাট বসবে। এসবের মধ্যে একটি স্থায়ী এবং পাঁচটি অস্থায়ী হাট।

গাবতলীতে স্থায়ী হাট বসবে। অস্থায়ী হাটগুলো বসবে উত্তরার ১৭ নম্বর সেক্টরে বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ ভবন পর্যন্ত খালি জায়গায়, কাওলা শিয়াল ডাঙ্গা সংলগ্ন খালি জায়গায়, ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পাশের খালি জায়গায়, ভাটারায় (সাইদনগর) এবং উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গায়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এটি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ছাড়াও করোনাভাইরাসের সংক্রমণ রোধে ই-কমার্স অ‌্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সহায়তায় অনলাইনে পশু কিনে কোরবানি করে মাংস প্রক্রিয়াকরণ এবং বাসায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

আগামীনিউজ/তরিকুল /জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে