Dr. Neem on Daraz
Victory Day

প্রাকৃতিক দুর্যোগে ১০ হাজার ৯০০ টন চাল বরাদ্দ


আগামী নিউজ প্রকাশিত: জুলাই ৬, ২০২০, ০২:৫৫ পিএম
প্রাকৃতিক দুর্যোগে ১০ হাজার ৯০০ টন চাল বরাদ্দ

ফাইল ছবি

ঢাকা: বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, নদী ভাঙ্গন, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ইত্যাদি কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় ১০ হাজার ৯শত মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। একই সাথে ৬৪ জেলায় ১ কোটি ৭৩ লক্ষ  নগদ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার  (০৬ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সেলিম হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

এছাড়াও রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, সিলেট, সুনামগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল এবং মাদারীপুর এই ১২ টি জেলায় প্রতিটিতে ২ হাজার প্যাকেট করে মোট ২৪ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে।

আগামীনিউজ/টিআইএস/এমআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে