Dr. Neem on Daraz
Victory Day

ভিয়েতনামে আটকে পড়া ১১ জন দেশে ফিরলেন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩, ২০২০, ০৮:৪০ পিএম
ভিয়েতনামে আটকে পড়া ১১ জন দেশে ফিরলেন

ফাইল ছবি

ঢাকা : ভিয়েতনাম থেকে দেশে ফিরেছেন সেখানে আটকে পড়া ১১ জন বাংলাদেশি। হ্যানয় থেকে ভিয়েত জেট এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে শুক্রবার (৩ জুলাই) সকালে তারা ঢাকায় পৌঁছান। তাদের মধ্যে ২ জন ভিয়েতনামে কর্মরত ছিলেন। বাকি ৯ জন চাকরির নামে প্রতারণার শিকার হয়ে সেখানে গিয়েছিলেন।

হ্যানয় দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে ভিয়েতনামের নাগরিকদের ফিরিয়ে আনতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার ভিয়েতনাম দূতাবাস এই বিশেষ বিমানটির আয়োজন করে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসের অনুরোধে ভিয়েতনাম সরকার এ বিমানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত পাঠাতে সম্মত হয়।

এর আগে হ্যানয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজসহ দূতাবাসের কর্মকর্তারা এ কাজে সার্বিক সহযোগিতা ও বিমানবন্দরে উপস্থিত থেকে ১১ জনকে বিদায় জানান।

আগামীনিউজ/এআর/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে