Dr. Neem on Daraz
Victory Day

জাফরুল্লাহর ফুসফুসে ৩ ধরনের জীবাণু, দোয়া চাইলেন দেশবাসীর কাছে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২, ২০২০, ০৯:৩০ পিএম
জাফরুল্লাহর ফুসফুসে ৩ ধরনের জীবাণু, দোয়া চাইলেন দেশবাসীর কাছে

ছবি সংগৃহীত

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে তিন ধরনের জীবাণুর সংক্রমণ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (০২ জুলাই) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এতে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মামুন মোস্তাফিজের বরাত দিয়ে তথ্য দেওয়া হয়।

ডা. মামুন মোস্তাফিজ বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিউমোনিয়ার জটিলতায় ভুগছেন। তার ফুসফুসে তিন রকম জীবাণুর সংক্রমণ পাওয়া গেছে। আজ তার সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যানে তার ফুসফুসে মাল্টিপল লাং অ্যাবসেস (Multiple Lung Abscess) শনাক্ত হয়েছে। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী তাকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা তৃতীয়বার অবনতি হবার পর এখন আলহামদুলিল্লাহ ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেশবাসীর দোয়া প্রার্থী।

আগামীনিউজ/এমআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে