Dr. Neem on Daraz
Victory Day

আসছে বর্ষা, বাড়ছে বন্যার শঙ্কা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৬, ২০২০, ১০:৫১ এএম
আসছে বর্ষা, বাড়ছে বন্যার শঙ্কা

ছবি সংগৃহীত

ঢাকা: সুপার সাইক্লোন আম্পানের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি দেশের উত্তরাঞ্চলের ক্ষতিগ্রস্তরা। তার পর দফায় দফায় ঝড় ও টানা বৃষ্টিতে উত্তরের জেলাগুলোতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তারমধ্যে চলিত মাসের (জুন) প্রথমার্ধেই বিস্তার লাভ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ভারী বৃষ্টিপাতের কারণে এই মাসেই দেশের কিছু অঞ্চলে বন্যার আশঙ্কাও রয়েছে। 

আবহাওয়ার এক মাস মেয়াদি পূর্বাভাসে এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়, জুন মাসের প্রথমার্ধের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা বিস্তার লাভ করতে পারে। এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে এ মাসেই সাগরে ১-২টি মৌসুমি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই সাথে টানা বৃষ্টিপাতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।জুন মাসে ঢাকা বিভাগে ১৫-২০ দিন বৃষ্টিপাত হতে পারে। 

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে