Dr. Neem on Daraz
Victory Day

করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৭ মৃত্যু, আক্রান্ত ২৯১১ : স্বাস্থ্য অধিদপ্তর


আগামী নিউজ প্রকাশিত: জুন ২, ২০২০, ০২:৪৯ পিএম
করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৭ মৃত্যু, আক্রান্ত ২৯১১ : স্বাস্থ্য অধিদপ্তর

চাঁদপুর লঞ্চঘাটের চিত্র

ঢাকা: গত ২৪ ঘণ্টায় (৮৭ তম দিনে) দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭০৯ জনের। এছাড়া ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ২৯১১জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৪৫ জনে। 

মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটায় রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইন বুলেটিন যুক্ত হয়ে এ তথ্য জানান।   

এ সময় অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত সর্বমোট ৩ লাখ ৩৩ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৫২টি ল্যাবে সর্বমোট ১৪ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করে এর মধ্যে মোট ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯১১জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৪৪৫ জন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৯ জনে। 

নাসিমা সুলতানা জানান, নতুন মারা যাওয়া ৩৭ জনের বয়সের বিশ্লেষণে দেখা যায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দশ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে নয় জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দশ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন।

এদের মধ্যে ৩৩ জন পুরুষ আর ৪ জন নারী। এদের ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন, সিলেট বিভাগের ৪ জন, বরিশাল বিভাগের ৩ জন, রংপুর বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে দুই জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন। এদের মধ্যে হাসপাতালে মৃত্যু বরণ করেছে ২৮ জন। বাকি ৯ জন বাসায় মৃত্যু বরণ করেন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় আরো  ৫২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সব মিলিয়ে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা আক্তার সবাইকে এ সময় কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

 

আগামীনিউজ/কামরুল/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে