Dr. Neem on Daraz
Victory Day

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৫ কোটি টাকায় পৌরসভার বেতন-ভাতা পরিশোধ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২২, ২০২০, ০৯:১৩ পিএম
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৫ কোটি টাকায় পৌরসভার বেতন-ভাতা পরিশোধ

ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত ২৫ কোটি টাকা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। 

শুক্রবার  (২২ মে) এসংক্রান্ত জিও জারি করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত অফিস আদেশে (জিও) বিভিন্ন শ্রেণীর ৩২৭টি পৌরসভার অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে।

কোভিট-১৯ পরিস্থিতির কারণে দেশের পৌরসভার নিয়মিত রাজস্ব আয় কমে যাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ২৫ কোটি টাকার অনুদান মঞ্জুর করেন। 

ইতিপূর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এ বিষয়টি তুলে ধরার প্রেক্ষিতে এ অনুদান মঞ্জুর করা হয়।

আগামী নিউজ/ তরিকুল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে