Dr. Neem on Daraz
Victory Day

দেশের স্বার্থে ওলামায়েদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রী


আগামী নিউজ | আগামী নিউজ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ০৬:৫৪ পিএম
দেশের স্বার্থে ওলামায়েদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী  আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ   বলেছেন, দেশ ও দীনের খেদমতে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  সকল ওলামায়ে কেরামের প্রতি  আমার অশেষ  শ্রদ্ধা ও সম্মান রয়েছে । বর্তমান সরকার আলেম ওলামাদের সাথে সম্মানজনক  সম্পর্ক বজায় রাখার বিষয়ে গুরুত্ব প্রদান  করে।  এর মাধ্যমে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গঠনে  সম্মানিত  আলেম সমাজকে  আরো বেশী   সম্পৃক্ত  করতে চায়। তাই দেশ ও দীনের স্বার্থে  যেকোন প্রকার অপপ্রচার ও গুজবের বিষয়ে সবাইকে  সজাগ থাকতে হবে।

শনিবার (১৬ নভেম্বর) ফেনী সমিতি মিলনায়তন,  পল্টন, ঢাকায়  বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার  সমিতির সাধারণ সভা এবং "বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ রেজিষ্ট্রারদের  ভুমিকা" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য  এ সব কথা বলেন ।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মুসলিম সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক এবং ধর্মীয় বিধান বিবাহ/কাবিনসহ গুরুত্বপূর্ণ  ব্যবস্থাপনার সাথে বাংলাদেশের সন্মানিত  নিকাহ রেজিষ্ট্রারগণ  সম্পৃক্ত ।সন্মানিত নিকাহ রেজিষ্ট্রারগণের সন্মান ও মর্যাদা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার  প্রযোজনীয়  ব্যবস্থা গ্রহন করবে।

প্রতিমন্ত্রী  বলেন, জংগীবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, মাদকাসক্তি সহ যাবতীয় সামজিক সমস্যার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বাংলাদেশের নিকাহ রেজিস্ট্রারগণ গুরুত্বপূর্ণ ভুমিকা  পালন করতে পারেন।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহকে  বাংলাদেশের মুসলিম নিকাহ  রেজিস্ট্রার সমিতির প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত  করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির নব নির্বাচিত  সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মোঃ খলিলুর রহমান সরদার,  নব নির্বাচিত মহাসচিব  আলহাজ্ব মাওলানা কাজি মোঃ ইকবাল হোসেন,সমিতির উপদেষ্টা মুফতি শহীদুল্লাহ্, সিনিয়র সহ সভাপতি কাজি মাওলানা এ এন এম সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব কাজি মাওলানা মোঃ জাকির হোসেন,  ময়মনসিংহ জেলা সভাপতি কাজি এনায়েতুর রহমান, গোপালগঞ্জ জেলা সভাপতি কাজি আবু সালেহ মোঃ আজিজুর রহমান,  নরসিংদী জেলা সভাপতি কাজি আলতাফ হোসেন, সিরাজগঞ্জ জেলা সভাপতি কাজি নজরুল  ইসলাম,  গাজীপুর জেলা সভাপতি কাজি মাওলানা শরীফ  হোসেন  প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালন করেন  শরীয়তপুর জেলা সাধারণ সম্পাদক   আলহাজ্ব মাওলানা কাজি আবু জাফর মোঃ ছালেহ।

  সভায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে  আগত বিপুল সংখ্যক  নিকাহ রেজিস্ট্রারগণ অংশগ্রহণ  করেন।  সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশের  মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের সাক্ষাৎ/ সমাবেশ এর  ব্যবস্থা গ্রহনের   জন্য অনুরোধ  জানানো হয়।বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতির  আলোচনা সভায় ধর্মপ্রতিমন্ত্রী।

 

 

আগামী নিউজ/ এসআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে