Dr. Neem on Daraz
Victory Day

খেটে খাওয়া মানুষের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী


আগামী নিউজ প্রকাশিত: এপ্রিল ৯, ২০২০, ০৬:১৪ পিএম
খেটে খাওয়া মানুষের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: নিজের নির্বাচনী এলাকা তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর ও রমনার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১২ আসনের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তার নিজস্ব অর্থায়নে এক  হাজার দুঃস্থ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া প্রতিনিয়ত খাদ্যসামগ্রী সরবরাহ করার জন্য নেতাকর্মীদের দিয়ে এলাকাভিত্তিক তালিকা করিয়েছেন ঢাকা-১২ আসনের এই সংসদ সদস্য।

এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, এক লিটার সয়াবিন তেল, আধা কেজি ডাল, আধা কেজি লবণ ও একটি সাবান।

তিনি বলেন, করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। আমি মনে করছি, ত্রাণ বিতরণের এই ধারা অব্যাহৃত রাখতে হবে। আজকে (বৃহস্পতিবার) থেকে বিভিন্ন জায়গা শুরু করলাম।

ঘরে ঘরে কীভাবে খাবার পৌঁছে দেয়া হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের নেতাকর্মীরা ছাড়া কে পৌঁছাবে! তারা নিজেদের এলাকা ও মানুষকে চেনেন ভালো। ওয়ার্ডে ওয়ার্ডে দায়িত্ব পাওয়া নেতাকর্মীরা বাড়ি বাড়ি খাবারসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

ঢাকায় ভোটার নন এমন অনেকে সিটি করপোরেশনের ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে, তার দেয়া ত্রাণ সহায়তায় এমন বাছবিচার করা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, না, এমন কিছু নেই। এখন যে যেখানে আটকা পড়েছেন, যে যেখানে আছেন, যাদের খাবার প্রয়োজন তাদেরই খাবার দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে। সেভাবেই তারা পৌঁছে দিবে।

এছাড়া যাদের খাবার দেওয়া দরকার তাদের একটা লিস্ট (তালিকা) নেতাকর্মীরা তৈরি করেছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, সবাই তো খাবার সামগ্রী দিচ্ছে। আমি কয়দিন পরই শুরু করলাম। কারণ, এটা তো অনেক দিন কন্টিনিউ করতে হবে।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগী শনাক্তের পর এক মাসের মধ্যে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ জন। এর মধ্যে কেবল গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১১২ জন। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ জনের।

আগামী নিউজ/আরিফ/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে