Dr. Neem on Daraz
Victory Day

রাজধানীতে প্রবেশ ও বের হতে দেবে না পুলিশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০, ০৫:০৬ পিএম
রাজধানীতে প্রবেশ ও বের হতে দেবে না পুলিশ

ঢাকা: রাজধানী ঢাকায় কোনো মানুষ  প্রবেশ করতে পারবে না এবং কোনো মানুষ বাইরেও যেতে পারবে না। মানুষের আসা-যাওয়া ঠেকাতে কঠোর পুলিশ। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

করোনাভাইরাস মোকাবিলায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সরকারের ছুটি ও পদক্ষেপ বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুরোধের পর এই নির্দেশনা দেন আইজিপি। স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার (৪ এপ্রিল) পুলিশের আইজিপিকে এবং রোববার (৫ এপ্রিল) আইজিপি পুলিশের বিভিন্ন ইউনিটকে এই নির্দেশনা দেন।

পোশাক কারখানা চালুর সিদ্ধান্তে শনিবার রাজধানী ঢাকামুখী শ্রমজীবী মানুষের ঢল নামে। শ্রমজীবী মানুষ হেঁটে ও বিভিন্ন মাধ্যমে রাজধানীতে আসতে থাকেন। এতে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলার যে নির্দেশনা ছিল, সেটা মুখ থুবড়ে পড়ে। রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীমুখী মানুষের ঢল থামাতে পুলিশকে নির্দেশ দেন।

রোববার (৫ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টারের মিডিয়া  বিভাগের এআইজি সোহেল রানা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইজিপি সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যেই পুলিশ তাদের দায়িত্ব পালন করতে শুরু করেছে। 

আগামী নিউজ/সুমন/বিজয়   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে