Dr. Neem on Daraz
Victory Day

উপকূলীয় এলাকায় খাদ্যসামগ্রী দিলো কোস্ট গার্ড


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০, ০৩:১৮ পিএম
উপকূলীয় এলাকায় খাদ্যসামগ্রী দিলো কোস্ট গার্ড

ঢাকা: করোনাভাইরাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যর্থে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কর্মহীন ও দুঃস্থদের সাহায্যের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড তার অধীনস্থ জোনসমূহে ইতিমধ্যে সর্বমোট ২০০৫ পরিবারকে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেছে।

উল্লেখ্য দক্ষিণ জোন কর্তৃক বিসিজি বেইস অগ্রযাত্রার আওতাধীন বিসিজি স্টেশন পাথরঘাটা, নিজামপুর, নিদ্রাসখিনা পটুয়াখালী ও বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী, পূর্ব জোন কর্তৃক চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন ইছানগর ঢাকা জোন কর্তৃক বিসিজি স্টেশন মাওয়া এর আওতাধীন এলাকায় এই সকল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক কর্মহীন ও দুঃস্থদের সাহায্যের এই ধারা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

আগামীনিউজ/সুমন/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে