Dr. Neem on Daraz
Victory Day

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯ লাখ, মৃত ৪৫হাজার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: এপ্রিল ১, ২০২০, ১১:২৮ পিএম
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯ লাখ, মৃত ৪৫হাজার

ঢাকা: করোনাভাইরাস কোভিড-১৯ দ্বারা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯লাখ। বিশ্বব্যাপী এখন আক্রান্ত রোগীর সংখ্যা ৯,০১,৭৫৯ জনে। মৃতের সংখ্যা অতিক্রম করেছে ৪৫ হাজার। এখন পর্যন্ত এ রোগে বিশ্বব্যাপী নিহত হয়েছে ৪৫ হাজার ২৭৭ জন। নিশ্চিত করেছে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটার।

প্রতিষ্ঠানটি জানায় এখন পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্ত রোগীর সংখ্যা ৯,০১,৭৫৯ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১,৯০,৬৩৭ জন।

বাংলাদেশে কোভিড-১৯ দ্বারা এখন পর্যন্ত ৫৪ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। মৃত্যুবরণ করেছে ৬জন। বাংলাদেশে গত ২৬ তারিখ থেকে লকডাউন পালন করছে। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বাংলাদেশে কোয়ারান্টাইনের আওতায় ছিলো ৬০৭০০ জন। এর মধ্যে ৪২ হাজার ৭১২ জন ছাড়পত্র পেলেও এখনো কোয়ারান্টাইনে আছে ১৭ হাজার ৯৯৮ জন।

অধিদপ্তরটি আরো জানায় তারা এখন পর্যন্ত ৩৬৮ জনকে আইসোলেশনের আওতায় এনেছে। এদের মধ্যে ২৯৫ জন ছাড়পত্র পেলেও এখনো ৭৩ জন আছে আইসোলেশনে।

আগামী নিউজ/কামরুল/নাঈম
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে