Dr. Neem on Daraz
Victory Day

আজ থেকে করোনা মোকাবিলায় কঠোর অবস্থানে সেনাবাহিনী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: এপ্রিল ১, ২০২০, ০৯:১৫ পিএম
আজ থেকে করোনা মোকাবিলায় কঠোর অবস্থানে সেনাবাহিনী

ঢাকা: করোনাভাইরাস প্রতিরোধে কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে কঠোর অবস্থানে যাবে সেনাবাহিনী।

বুধবার (১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার(২এপ্রিল) থেকে সেনাবাহিনী দেশের সকল স্থানে সামাজিক দূরুত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। সরকারের দেয়া নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যান্য দিনের মতো বুধবারও (১ এপ্রিল) সারাদেশে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা করোনাভাইরাস প্রতিরোধে সিভিল প্রশাসনকে সহায়তা করেছে এবং সচেতনতা তৈরিতে প্রচারণা চালিয়েছে।


আগামী নিউজ/আরিফ/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে