Dr. Neem on Daraz
Victory Day

হজ ক্যাম্পে কোয়ারেনটাইনে থাকা কারো করোনার লক্ষণ নেই : ক্যাম্প প্রধান


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩১, ২০২০, ০২:২৩ পিএম
হজ ক্যাম্পে কোয়ারেনটাইনে থাকা কারো করোনার লক্ষণ নেই : ক্যাম্প প্রধান

ঢাকা : রাজধানী ঢাকার আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেনটাইনে থাকা কারো মধ্যে করোনা আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন ক্যাম্প প্রধান মেজর মো. মোস্তফা কামাল।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে তিনি একথা জানান।

এ সময় তিনি বলেন, আমরা গত ১৯ মার্চ এই ক্যাম্পের দায়িত্ব গ্রহণ করেছি। এখানে ১৪টি রুমে ৩০০ জনের ধারণক্ষমতা রয়েছে। বর্তমানে কোয়ারেনটাইনের জন্য উপস্থিত রয়েছেন ৩১ জন প্রবাসী। তাদের মধ্য থেকে আজ ৩ জনকে কোয়ারেনটাইন সময় শেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সনদ দিয়ে ছেড়ে দেওয়া হবে।

মেজর মোস্তফা আরো বলেন, প্রতিদিন সকালে কোয়ারেনটাইনে থাকা প্রত্যেককে চিকিৎসকরা চেকআপ করেন। তাদের কোনো শারীরিক সমস্যা হচ্ছে না।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে মোট ১৯ জন ইতিমধ্যে সুস্থ হয়ে ফিরেছেন এবং পাঁচজন মারা গেছেন।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে